
সোনার তরী – রবীন্দ্রনাথ ঠাকুর
(কুড়ুখ ভাষায় অনূদিত – অনুবাদক – শ্রী নিমাই কুমার সরদার )
“গগনে গরজে মেঘ , ঘন বরষা ।
কূলে একা বসে আছি, নাহি ভরসা ।
রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা খরপরশা –
কাটিতে কাটিতে ধান এল বরষা ।।”
মেরখানু বাদালী হুরহুররী, ঘিচপিচ চেঁপুল্লা ।
ওথখান উক্কান রাঃদান ক্ষারভিতা, কাখানা মাল্লা ।
কুদহা কুদহা চিরকী চিরকী ক্ষেসসে ক্ষোয়ানআ মুঞ্জুরকী ।
উন্না ক্ষার নিদ্দিকা সুইতু এমসারচা –
ক্ষুইনু ক্ষুইনু ক্ষেসসে চেঁপ বারচা ।।
“একখানি ছোটো খেত , আমি একেলা –
চারি দিকে বাঁকা জল করিছে খেলা ।
পরপারে দেখি আঁকা তরুছায়ামসী -মাখা
গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা ।
এ পারেতে ছোট খেত , আমি একেলা ।।”
এন ওথখান, সান্নি ক্ষাল্লে অনটাতারা –
বেংকো আম্মে বিইচি হুরমিতারা ।
আ পিন্ডিনু এরদান টুকরা মান্নে একহে মহারো-মেশেরকা
পাইরীবারি বাদালি ডাবচা পাদদান ।
সান্নি ক্ষাল্লে ই পাকখা , এন ওথখান ।।
“গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে।
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
ভরা পালে চলে যায়, কোনাে দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায় ভাঙে দু ধারে—
দেখে যেন মনে হয় চিনি উহারে।”
ডুঙ্গি অন্দরাকি ই পিণ্ডি নে বারনার ডাণ্ডি পাড়কান।
এরা কি এন্নে লাগ্নি, আসিন এন আখদান।
মেইয়া কালি নিদ্দিকা কিচিরি, একাতারাহু মালা ইরি,
হলকা আন্মে সসাগসম্মান ক্ষুট্টি দু পক্ষান—
এরা কি এন্নে লাগ্নি আসিন এন্ আদান।
“ওগাে, তুমি কোথা যাও কোন্ বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়াে যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও
শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে
আমার সােনার ধান কূলেতে এসে।”
আদা, নিন একসান কাদায় একা রাঃজিতারা?
কির ডুঙ্গি বারাকি অংহােন ক্ষারকুটিতারা।
এক্সন কালা বেদদোয় কালকে, নেকা রিঝ আরগি চিয়িকে
নিন্ নিদি হওয়া কালা উড়ুং আখাকি
এংহায় সােনালেখা খেস্যে ক্ষারভিতা বারআকি৷৷
“যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে?— আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে
সকলই দিলাম তুলে থরে বিথরে—
এখন আমারে লহাে করুণা করে।”
এ বায়ু নেদায় আদিন হওয়া ডুঙ্গি-নিদআকি।
আকু রায়ি ?– আকু মাল্লা, চিচ্চিকান সাজআকি।
ই উল্লা ক্ষার ভিতানু রাঃচকান এন্দরা মােধরকানু
হুরমীন লাদাচকান থােপ থােপ সেওতাচকান—
দায়া নানাকি আকুন হওয়া এংগান।
“ঠাই নাই, ঠাই নাই, ছােটো সে তরী
আমারি সােনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সােনার তরী ৷৷”
আড্ডা মাল্লা, আড্ডা মাল্লা, আ ডুঙ্গি সান্নিপারা
এংহায় সােনা খেস্যেনু নিদদিয়া কেরা।
শাওন মেরখা কুরগারা রুম্বা বাদালী কিররা কিররা,
নিদি ক্ষার ভিতানু রাঃদান খাতিরকিম—
হচ্চা কেরা সােনাগি ডুঙ্গি রাঃচা ইন্দরিম।
_____________